মির্জাপুরে গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি মেয়রের আহবান


টাঙ্গাইলের মির্জাপুরে গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন।
তিনি রোববার সকালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুজব বিরোধী প্রচারনার অংশ হিসেবে এক বক্তৃতায় এই আহবান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোাসেন, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম সহিদ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্র্থীবৃন্দ।
এরপর মির্জাপুর শান্তি সংঘের উদ্যোগে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়। মেয়র সাহাদৎ হোসেন সুমন বিদ্যালয় চত্বরে একটি আমলকির চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় মির্জাপুর শান্তি সংঘের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. জয়নাল আবেদীন মিতুল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।