পদত্যাগ করেছেন কোচ হাথুরুসিংহে


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবি সূত্রে জানা যায়, ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ পদে তার সাথে চুক্তি থাকলেও বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি সিনিয়র ক্রিকেটারদের ইতিমধ্যেই জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিসিবি পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে গেল বছরের অক্টোবরেও একবার বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন হাথুরুসিংহে। কিন্তু বিসিবি সেটা গ্রহণ করেনি। বোর্ড তখন প্রতিশ্রুতি দিয়েছিল যেসব বিষয় নিয়ে প্রধান কোচেন অসন্তোষ সেগুলো তারা মিটিয়ে ফেলবে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে পারেন হাথুরুসিংহে।অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে আলোচনা চালাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার প্রধান কোচ গ্রাহাম ফোর্ড গত জুনে পদত্যাগ করার পর নতুন কোচের সন্ধানে আছে ক্রিকেট শ্রীলঙ্কা।