টাঙ্গাইল সদরে মাহমুদনগর ইউনিয়নে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:২৫ এএম, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ | ৮০৪

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।

২৫ জুলাই বৃহস্প্রতিবার সকালে মাহমুদনগর ইউনিয়নে চারশত পরিবারের মাঝে ১০ কেজি করে ৪টন চাল বিতারন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ্জাহান আনসারী, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস -চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী, শহর আওয়ামীলীগ নেতা কাজী শফিকুল মওলা দোয়েল,মাহমুদনগর ইউনিয়নে চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদসহ ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগের ও ছাত্রলীগের নেতাকর্মী।