“কর বাহাদুর পরিবার” সম্মাননা পেলেন সাংবাদিক শেখর’ র পরিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:৩০ পিএম, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭ | ৫২৭

“কর বাহাদুর পরিবার” সম্মাননা পেলেন টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক কামনাশীষ শেখর এর পরিবার। তার বাবা প্রবীন আয়কর আইনজীবী যুগলপদ সাহা ও পরিবারের সদস্যরা নিয়মিত আয়কর প্রদান করায় এ সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার একমাত্র পরিবার হিসেবে এ সন্মাননা পদক গ্রহন করেন সাংবাদিক কামনাশীষ শেখর বাবা প্রবীন আয়কর আইনজীবী যুগলপদ সাহা।

জানা যায়, অর্থমন্ত্রী ২০১৭ সালের বাজেট বক্তৃতায় আয়কর প্রদানে পরিবারের সদস্যদের ধারাবাহিক অবদানের জন্য প্রতি জেলা থেকে একটি পরিবারকে ‘কর বাহাদুর’ সন্মাননা দেয়ার ঘোষনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারেই এ সম্মাননা পান তারা।

গাজীপুরের ভাওয়াল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ সিমিম হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সন্মাননা স্মারক প্রদান করেন।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার বেগম সুলতানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালযের উপাচার্য হারুন অর রশীদ, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, গাজীপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাহাদত হোসেন সিকদার, সেরা করদাতাদের পক্ষে আলী আজগর নন্দন প্রমুখ বক্তব্য রাখেন।