কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

শুভ্র মজুমদার কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ এএম, বুধবার, ২৪ জুলাই ২০১৯ | ৪৯৭

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার  সকাল সাড়ে ১১ টার দিকে  উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন উপজেলার রাজাবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই নারী ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।