আজকে নারীরা জাগ্রত হচ্ছে-ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেন, আজকে নারীরা জাগ্রত হচ্ছে, নারীরা ঘরে বসেও বিভিন্ন ক্ষুদ্র শিল্পর মাধ্যমে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।
এতে একদিকে নারী উদ্যোগতা নিজেও লাভবান হচ্ছে, অপর দিকে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আজ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও একজন নারী, তার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোলমডেল।
তিনি বলেন, আজ দেশে ১ কোটি ৩০ লক্ষ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে। এই টাকা কে দিচ্ছে, এই প্রকল্পটি কার? এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্প।
এ সময় তিনি আরো বলেন, আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠ নির্বাচন, আর আমরা সেই নির্বাচনী চাই। যার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে,আপনারা কি তার হাতকে শক্তিশালী করবেন নাকি যারা দেশকে পিছিয়ে রাখছেন তাদের হাতকে শক্তিশালী করবেন। এটা আপনাদের চিন্তা ভাবনার বিষয়।
দাইন্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাইন্যা চৌধুরী পূর্ব পাড়ায় গতকাল বৃহস্পতিবার এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফজাল হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, আব্দুল্লাহ হিল মাসুদ ফরজ, শরিফুজ্জামান পলাশ মন্ডল ও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।