টাঙ্গাইল সদরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ত্রাণ বিতারণ করলেন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:১৫ এএম, শনিবার, ২০ জুলাই ২০১৯ | ৭৫৯

টাঙ্গাইল সদর উপজেলা ২ নং গালা ইউনিয়নের রসুলপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

২০ জুলাই শনিবার দুপুরে রসুলপুর বাজারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে আয়োজনে গালা ইউনিয়নের চরগালা, রসুলপুর, পাটচর গ্রামের আটশতাদিক নারী ও পুরুষের মাঝে ১৫ কেজি করে চাল বিতারণ করা হয়।

জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.শাহ্ কামাল, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,গোপালপুর-ভুয়াপুর টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনি,কালিহাতি ৪ আসনের সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী,নাগরপুর দেলদুয়ার ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জতি কুমার রায়,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনসারী,ভাইস-চেয়ারম্যান নাজমুহুদা নবীন প্রমুখ।

এর আগে শনিবার সকাল ১১টায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মিলিত হন। পরে তারা ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভাঙন কবলিত ভূঞাপুর উপজেলার টেপিবাড়িতে সেনাবাহিনীর ভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন এবং বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।