ইচ্ছে করে 

রুমেল হোসেন বেল্লাল 
প্রকাশিত: ০৫:২৫ এএম, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | ৬৪৭

মাঝে মাঝে মন চায় 

পাখির মত  উড়ে বেড়ায়; 

পাখা মেলে ডানা ঝাপটায় 

আমার আপন গাঁয়।। 
 
ইচ্ছে করে কাব্যিক হতে 
ভাবুক মনে সাঁতার কাটতে;
কাব্য সুধায় মন ডুবাতে 
পাঠক হয়ে কাব্যকে ভালবাসতে।। 
 
ইচ্ছে করে নদী হয়ে 
সব কান্না ভাসিয়ে নিয়ে ;
দুখের রাজ্যে সুখ বিলায়ে 
অমলিন সবের হাসিতে যাব মিলিয়ে।। 
 
ইচ্ছে করে মাটির বুকে 
অমৃত ফসল ফলাতে; 
যেটা খেয়ে ভাতৃত্বের বন্ধন হবে দৃঢ়
নতুন এক অধ্যায় হবে এ ধরাতে।। 
 
মাঝে মাঝে ইচ্ছে করে 
লাল- সবুজের পতাকা বুকে ধরে
ঘুরে বেড়াতে এই স্বাধীন দেশের তরে
যেন খুন,ধর্ষণ, বুকের তাজা রক্ত নাহি ঝরে।।