জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্ত


‘মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই স্লোগান নিয়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে জেলা মৎস অধিদপ্তর আয়োজনে।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ এর সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ জাহান আনছারী, জেলা মৎস কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক নজরুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমিরণ কুমার সাহা, মৎস বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মোকলেছুর রহমান, মৎস জরিপ কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রমুখ।