মির্জাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৭ এএম, বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ৪৫৫

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহ শুরু হবে

মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনাসভা, ভ্রাম্যমাণ আদালত, প্রামাণ্যচিত্র, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার লিখিত বক্তব্যে জানান।