বৃষ্টি বিলাস

রুমেল হোসেন বেল্লাল 
প্রকাশিত: ০৩:৩১ এএম, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | ৮০২
অঝর বৃষ্টি শুধু অবিরাম ঝরছে 
টুপটাপ মাটির উপর, 
প্রকৃতিকে নিস্তব্ধ করে দিয়ে তার ছন্দে
আকাশের বুক জুড়ে নেমেছে অঝর বৃষ্টি ধারা।। 
বৃষ্টির তালে কদম ফুল নৃত্য করছে 
অদূরে একা কাঁক ভিজছে আপন মনে;
থেকে থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে 
ভাবুক মন একাকী কি যেন ভাবছে...?? 
 
কতদিন হলো সেই শৈশবের মত ভিজি না?  
 শৈশব কৈশোরের দূরন্তপনা কবেই যে মিলিয়ে গেছে
নদীর ধারে গিয়ে বন্ধুদের সাথে সাঁতার কাটা, 
ফুটবল নিয়ে পাড়ার ছেলেপুলে মিলে খেলা করা
টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ  আজও কানে বাজে। 
বৃষ্টির দিনে মায়ের হাতে খিচুড়ি ভূনা.. 
সাথে কৈ মাছ ভাজি আর গরুর মাংস..;
আহ কি স্বাদ আজও লেগে আছে...!! 
 
বৃষ্টি শেষে প্রকৃতি যেন হয় অপরুপ লীলার কারিগর
মনটা বড্ড বেশি জুড়িয়ে যায়,মনেহয় জীবন্ত এ ছবি;
সন্ধ্যা নেমে এলে শিয়ালের হুক্কা হুয়া,ব্যাঙের শব্দে 
নেচে উঠতো মন পড়ার টেবিলে.....।।
খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে, 
কাঁথা চাঁদর মুড়ি দিয়ে চোখও মিলিয়ে যেত শূন্যে 
বৃষ্টির পরশ সাথে কি শান্তির ঘুম...!!