গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে যাবেন কিভাবে

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৪ এএম, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ | ১১৫৮
* গোপালপুর উপজেলা সদর থেকে ২০১ গম্বুজ মসজিদের দূরত্ব: ৬ কি. মিটার ঝাওয়াইল ইউনিয়নে, গ্রামের নাম দক্ষিণ পাথালিয়া। 
* ২০১ গম্বুজ মসজিদ থেকে টাঙ্গাইল জেলা সদরের দূরত্ব: ৫০ কি. মিটার।
* টাঙ্গাইল জেলায় রাত্রি যাপনের রিসোর্ট বা আবাসিক হোটেল
নাম (ক) এলেঙ্গা রিসোর্ট, এলেঙ্গা, (খ) যমুনা রিসোর্ট, যমুনা ব্রীজ (গ) গোপালপুর সরকারি ডাকবাংলো। 
 
পরিবহনঃ বাস ও পার্সোনাল গাড়ি যে কোনো যানবাহন। 
 
টাঙ্গাইল জেলার সীমান্ত ঘেঁষা জেলা সমুহের নাম
* টাঙ্গাইল জেলার উত্তরে জামালপুর ময়মনসিংহ জেলা। দূরত্ব ৯০ কি. মি.। যোগাযোগ ব্যবস্থা: বাস, ট্রেন।
* টাঙ্গাইল জেলার দক্ষিণে মানিকগঞ্জ জেলা। দূরত্ব: ৪৫ কি. মি.। যোগাযোগ ব্যবস্থা: বাস, ট্রেন ও যে কোনো যানবাহন।
* টাঙ্গাইল জেলার পূর্বে গাজীপুর জেলা। দুরত্ব: ৫০ কি. মি.। যোগাযোগ ব্যবস্থা: বাস, ট্রেন।
* টাঙ্গাইল জেলার পশ্চিমে সিরাজগঞ্জ জেলা। দূরত্ব: ৩০ কি. মি.। যোগাযোগ ব্যবস্থা: বাস, ট্রেন বা যে কোনো যানবাহন।
 
ঢাকা থেকে টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে আসার উপায়
 
* উপায় ১: হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ট্রেনে-যমুনা সেতু পূর্ব পাড় রেলস্টেশনে ৪৫ কি.মি/সিএনজি বা ইজিবাইক অথবা হেমনগর রেলস্টেশন থেকে ২ কি: মি: অটো বা ইজি বাইকে ২০১ গোপালপুর গম্বুজ মসজিদ। 
 
* উপায় ২: মহাখালি বাস টার্মিনাল থেকে বাসযোগে বাস গোপালপুর ও গোপালপুর গামী দ্রুতগামী বাসে গোপালপুর  /২০১ গম্বুজ মসজিদ।
 
* উপায় ৩: গাবতলী, মিরপুর বাস টার্মিনাল থেকে বাসযোগে নবীনগর চন্দ্রা হয়ে দ্রুতগামী বাসে গোপালপুর-২০১ গম্বুজ মসজিদ।
 
* উপায় ৪:  সায়েদাবাদ বাস টার্মিনাল- মহাখালি-দ্রুতগামী বাসে গোপালপুর/২০১ গম্বুজ মসজিদ।
 
* উপায় ৫: কলাবাগান, রাসেল স্কয়ার, শুক্রাবাদ-মহাখালি-গোপালপুর দ্রুতগামী বাসে /২০১ গম্বুজ মসজিদ।
 
* উপায় ৬: আসাদ গেইট, কলেজগেইট, কল্যাণপুর-মহাখালি-গোপালপুর দ্রুতগামী বাসে /২০১ গম্বুজ মসজিদ।
 
* উপায় ৭: আরামবাগ, কমলাপুর, মতিঝিল-মহাখালি-গোপালপুর দ্রুতগামী বাসে
,ঝাওয়াইল- ২০১ গম্বুজ মসজিদ।
 
* উপায় ৮: কমলাপুর রেল ষ্টেশন, বিমানবন্দর রেল স্টেশন, বনানী রেল স্টেশন থেকে যমুনা সেতু পূর্ব পাড় রেলস্টেশনের সম্ভাব্য দূরত্ব ১০০ কি. মি. হেমনগর রেলস্টেশন থেকে ২ কি: মি: অটো বা ইজিবাইকে গোপালপুর ঝাওয়াইল- ২০১ গম্বুজ মসজিদ
 
* উপায় ৯: নিজস্ব পরিবহন মোটর বাইক/কার/জীপ/মাইক্রোবাস-২০১ গম্বুজ মসজিদ।
ক) ঢাকা- এলেঙ্গা-কালিহাতি-ঘাটাইল-গোপালপুর/ঝাওয়াইল- ২০১ গম্বুজ মসজিদ।
খ) ঢাকা-এলেঙ্গা-ভূয়াপুর-নলিন-গোপালপুর/ঝাওয়াইল- ২০১ গম্বুজ মসজিদ।
 
* প্রবেশ পথ ১: ভূয়াপুর হয়ে- নলিন, ঝাওয়াইল-২০১ গম্বুজ মসজিদ ১০ কি.মি.
* প্রবেশ পথ ২: মধুপুর থেকে ২০১ গম্বুজ মসজিদ- ১৫ কি.মি.
* প্রবেশ পথ ৩: ধনবাড়ি-২০১ গম্বুজ মসজিদ- ১০ কি.মি.
* প্রবেশ পথ ৪: সরিষাবাড়ি -২০১ গম্বুজ মসজিদ- ১৫ কি.মি.
* প্রবেশ পথ ৫: যমুনা ব্রীজ- ২০১ গম্বুজ মসজিদ - ৪৫ কি.মি.
* প্রবেশ পথ ৬: উত্তর বঙ্গ থেকে যমুনা ব্রীজ হয়ে এলেঙ্গা- গোপালপুর ৪৫ কি.মি.
* বাংলাদেশসহ যে কোন দেশ থেকে ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার নির্দেশনা পুরোপুরি পাওয়া যাবে গুগল ম্যাপে। ২০১ গম্বুজ মসজিদে সার্চ দিলেই তা সহজেই বেরিয়ে আসবে।