অবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের সাবাহ্

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ এএম, শনিবার, ৬ জুলাই ২০১৯ | ৫৩৪

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাবাহ্ বিনতে বায়েজীদ।

গত ২৬ জুন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী সাবাহ্ বিনতে বায়েজীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন ও গৃহিনী মাতা সালমা আক্তার এর মেয়ে সাবাহ্ বিনতে বায়েজীদ নানামুখী মেধার অধিকারী।

মো. বায়েজীদ হোসেন জানান, সাবাহ্ চিত্রাঙ্কন ছাড়াও গান, আবৃত্তি ও অভিনয়ে সমান পারদর্শী। শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলেও বৃত্তি পায় সাবাহ্। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তাৎক্ষণিক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এর আগে এ বছরই সে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ আর্ট কম্পিটিশনে সারাদেশের মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এর স্বীকৃতি স্বরূপ সাবাহ্ গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল তুরস্ক সফর করে।

সেখানে তুরস্ক প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু উৎসবে যোগদান করে সাবাহ্ টাঙ্গাইল তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে দেশের জন্য গৌরব বয়ে আনে। অল্প বয়সেই সে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নানা প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রায় দুই শতাধিক পুরস্কার অর্জন করেছে। এরই মধ্যে সাবাহ্ জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুটি বিষয়ে অংশগ্রহনের জন্য নির্বাচিত হয়েছে।

সাবাহ্’র প্রত্যাশা সে ভবিষ্যতে চিত্রশীল্পী জয়নুল আবেদীনের মত হয়ে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে। এছাড়া সে একজন সৎ মানুষ হতে চায়। সৎ মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কাজ প্রবল ইচ্ছা সাবাহ্’র। আমার মেয়ের স্বপ্ন যাতে পূরণ হয় সে জন্য সকলের নিকট দোয়া চাই।