ট্রেনে কাটাপড়ে নিহত ২


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের কালিহাতী উপজেলার পৃথকস্থানে ট্রেনে কাটাপড়ে অজ্ঞ্যাত দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ দূর্ঘটনা দুটি ঘটে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান।
তিনি জানান, উপজেলার কামাক্ষা মোড়ে সন্ধ্যা ৫.৫০ মিনিটে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞ্যাত (৩৫) এক মহিলা নিহত হয়।
অপরদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার হাতিয়া এলাকায় উত্তরবঙ্গগামী লোকাল ট্রেন এর নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
বর্তমানে লাশ দু’টি ঘটনাস্থলেই রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সোমবারও হাতিয়া এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়।