কালিয়াকৈরে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু


গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর ইউনিয়নে রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু আজ মঙ্গলবার সকালে এই করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাপাইর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান, ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সেলিম সরকার ও সাধারণ সম্পাদক তারেক সিকদারসহ বিভিন্ন স্থানীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, আজ মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।
যারা গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন।