বাংলাদেশসহ ইউরোপ, যুক্তরাষ্ট্রতে ফেসবুকে আবারও বিভ্রাট!

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, বুধবার, ৩ জুলাই ২০১৯ | ৩৮৩

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ, ছবি বা ভিডিও ডাউনলোড বা আপলোড করতে সমস্যায় পড়ছেন। এএনআইয়ের খবরে বলা হয়েছে, প্রধানত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশের ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাংলদেশের মোঃ পারভেজ হাসান বলেন ঠিক মতো কাজ করছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ।এই মাধ্যমে কোনো অডিও, ভিডিও বা ছবি শেয়ার করা যাচ্ছে না পেইজ ডাউনলোডিং, ছবি ও ভিডিও আদান-প্রদানে সমস্যায় হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পোস্ট করা ও ‘স্টোরি’ যোগ করা স্বাভাবিক ভাবে কাজ করলেও, এই মাধ্যমে কোনো অডিও, ভিডিও বা ছবি শেয়ার করা যাচ্ছে না।

বিবিসি অনলাইনে বলা হয়েছে, গত মার্চ মাসে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে এই সমস্যার সম্মুখীন হয়েছিল। এরপরের মাসে সমস্যায় পড়েছিল হোয়াটসঅ্যাপ। দুই-তিন মাসের মাথাতেই ফের বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুকসহ এসব যোগাযোগ মাধ্যম।