সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাত
প্রকাশিত: ০৩:১০ এএম, সোমবার, ১ জুলাই ২০১৯ | ৪৩৮

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হাজী আবদুর রশিদ মিয়া নামের এক সাবেক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজী আবদুর রশিদ মাস্টার যাদবপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে নাইকানী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসর গ্রহণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী চৌরাস্তা বাজারে সড়কের পাশে দাড়ানো অবস্থায় একটি অটো তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ঢাকায় স্থানান্তর করা হয়। বিকেল আড়াইটার দিকে সাভার এনাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পিএইচ/সজল আহমেদ