যুবলীগ নেতার অপকর্ম ঢাকতে ছাত্রলীগ কর্মীর নামে মিথ্যা মামলা

বাগাতিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৭ এএম, শনিবার, ২৯ জুন ২০১৯ | ১০০৯

নাটোরের বাগাতিপাড়ায় যুবলীগ নেতার নিজের অপকর্ম ঢাকতে ছাত্রীলীগ কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

লিখিত প্রতিবাদে ছাত্রলীগ কর্মীর মা রুবিনা বেগম জানান, বাগাতিপাড়া সদর ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা লিটন গত বুধবার রাতে নিজ সেন্টারে একটি অপরিচিত নারীর সঙ্গে অপকর্মে লিপ্ত অবস্থায় আমার ছেলে রকি দেখে ফেলে। তারই জেরে পরের দিন বৃহস্পতিবার দুপুরে তথ্য সেবা কেন্দ্রে আমার ছেলেকে ডেকে লিটন কাউকে ওই রাতের ঘটনা না বলতে হুমকি দেয়। কিন্তু রকি তার অপকর্মকে সমর্থন না করায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় এবং আমার ছেলেকে এলোপাথাড়ী মারতে থাকে। এক সময় লিটনের হাতে থাকা ধারালো কিছু দিয়ে আমার ছেলেকে আঘাত করে। এসময় দুজনের ধস্তা-ধস্তিতে লিটনের নিজের আঘাতেই নিজে আহত হয়। আমি ওই ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় এজাহার করতে গেলে পুলিশ আমাকে ফিরিয়ে দেন। কিন্তু পরে আমার ছেলেকে আসামী করে মামলা দেয়া হয়েছে। তিনি এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের সু-বিচার প্রার্থনা করেছেন।

বাগাতিপাড়া উপজেলার তমালতলায় একটি মিডিয়া হাউজে সংবাদ সম্মেলেনে এই লিখিত বক্তব্য পাঠ করার সময় উপস্থিত ছিলেন, এ সময় ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মধু, মহিলা সদস্য রুলিয়া বেগম, সুফিয়া বেগম সহ স্থানীয় আওমালীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীগণ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় উপস্থিত জনপ্রতিনিধিগণ বলেন, লিটনের অপকর্ম আজকে নতুন নয় ধীর্ঘদিনের। তার বিরুদ্ধে যা শুনা যাচ্ছে সবকিছুই সঠিক। রকি ছেলেটা কখনই কারো সঙ্গে খারাপ আচরণ করে নাই। লিটন ইউনিয়ন পরিষদটাকে অপবিত্র করে ফেলেছে। তাঁরাও এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি করেন।