মাহফিলের টাকা সংগ্রহ করতে গিয়ে

পাহাড়ধসে পাঁচ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৬:০২ পিএম, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭ | ৫৪৪

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া এলকার কান্দলা মাদ্রাসার ওয়াজ মাহফিল এর জন্য টাকা সংগ্রহ করার জন্য পাথর কুড়াতে গিয়ে পাহাড়ধসে মৃত্যু হয়েছে ৫ শিশু শিক্ষার্থীসহ ৬ জনের। 

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের বাংলাটিলা এলাকার লোভাছড়া নদীর তীরে পাথরকোয়ারিতে এ ঘটনা ঘটে।

তারা হলো—বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)। মায়রু ও জাকির সম্পর্কে চাচাতো ভাই।

পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ৫ শিশু শিক্ষার্থীর গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কান্দলা কোনাপাড়া গ্রাম। 

স্থানীয় পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বলেন, তারা সবাই কান্দলা মাদ্রাসা ছাত্র। মাদ্রাসার ওয়াজ মাহফিলের জন্য টাকা সংগ্রহ করতে কয়েক ছাত্র মিলে পরিত্যক্ত লোভাছড়া পাথরকোয়ারিতে পাথর কুড়াতে যায়। তারা সেই পাথর বিক্রি করে টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। কিন্তু বিধিবাম পাথর কুড়ানোর সময় পাহাড় ধসে পাঁচজন নিহত হন। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে টিলা ধসে পড়লে তার নিচে চাপা পড়ে মারা যায় ছয়জন।