৭০ বছর প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপনে চকরিয়ায় আওয়ামীলীগ

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৫:০৩ এএম, রোববার, ২৩ জুন ২০১৯ | ৫০১

৭০ বছর প্রতিষ্ঠা-বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেন, কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—সকালঃ৯টায়,দলীয় কার্যালয়ে জাতিয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, মিষ্টি বিতরণ, আলোচনা সভা, বর্ণাঢ়্য শোভাযাত্রা ওপ্রীতিভোজ।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চকরিয়া -পেকুয়া আসনের এম.পি.আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সঞ্চালনায়, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে, পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এতে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তরা বলেন,১৯৪৯ সালের এই

দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠাতা  পরবর্তীতে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক-রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়।

আজ স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছি কেবল বঙ্গবন্ধুর অবদানের ফসল।প্রাণ ভরে এই মহান নেতার জন্য দোয়া করায় সকলে অনৈতিক দায়িত্ব।