ভোলায় আটোরিক্সার ধাক্কায় চতুর্থ শ্রেণীর ছাত্রী নিহত


ভোলা সদর বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বুড়ির মসজিদ এলাকায় আটোরিক্সার ধাক্কায় হালিমা(৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার(২১জুন) দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোলা-লক্ষ্মীপুর সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হালিমা বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুরু ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হালিমা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বুড়ি মসজিদ এলাকার একটি দোকানে চকলেট কিনতে যায়। চকলেট কিনে রাস্তার পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই অটোরিক্সা এবং চালককে আটকের চেষ্টা চলছে।
আলোকিতপ্রজন্ম.কম/কামরুজ্জামান শাহীন