মির্জাপুরে স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধার ভাতা তোলার অভিযোগ

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ১০:২৫ পিএম, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ | ৫২৬

টাঙ্গাইলের মির্জাপুরে ভাই-বোনের স্বাক্ষর জাল করে প্রয়াত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ভাতা প্রদান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্র মতে, উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি মারা যান। যার মুক্তিবার্তা নম্বর ৩১০০১০৬৮৩, গেজেট নম্বর ম-৭৫৭১।

মৃত্যুর পর তাঁর স্ত্রী মোছা. রওশন আরা বেগম ভাতা তুলতে থাকেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে ছেলেরা বিভিন্ন স্থানে কর্মব্যস্ত থাকায় তাঁর বড় মেয়ে (বৈমাত্রেয়) মাকরুমা বেগমকে তাঁর পক্ষে টাকা তোলার জন্য মনোনীত করেন।

২০১৩ সালের ২২ জুন রওশন আরা বেগম মারা গেলে ভাতা প্রদান বন্ধ হয়। পরে সরকার পোষ্যদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের ব্যবস্থা করলে মাকরুমা বেগম তাঁর বৈমাত্রেয় ভাই দেওয়ান লালন আহমেদ, দেওয়ান একরামুল ইসলাম ও ছলেমন নেছার স্বাক্ষর জাল করে নিজের নামে নমিনি তৈরি করে চারজনের অংশের ভাতা একাই তোলা শুরু করেন।

এদিকে গত বছর নভেম্বর মাসে বিষয়টি টের পান মাকরুমার ওই ভাই-বোনেরা। পরে তাঁরা তিনজন বিষয়টি সুরাহার জন্য মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন করেন। একই সঙ্গে সোনালী ব্যাংকের মির্জাপুর শাখায় খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন মাকরুমা তাঁদের বাবার মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্র্যতার ব্যাংক হিসাব থেকে ২ লাখ টাকা ঋণও গ্রহণ করেছেন।

এ ব্যাপারে দেওয়ান একরামুল ইসলাম জানান, তাঁদের স্বাক্ষর জাল করে টাকা তোলার বিষয়টি টের পেয়ে তাঁরা সমাজ সেবা কার্যালয়ে যান। সেখানে গিয়ে যে কাগজে তাঁদের স্বাক্ষর রয়েছে তা দেখে নিশ্চিত হন যে তাঁদের স্বাক্ষর জাল করে টাকা তোলা হয়েছে। এছাড়া ব্যাংক থেকে ঋণ নেয়ার বিষয়টিও তাঁরা জানেননা। তিনি তাঁর বৈমাত্রেয় বড় বোনের জালিয়াতি দেখে হতবাক হয়েছেন বলে উল্লেখ করেন।

মুঠোফোনে মাকুরুমা বেগম জানান, তিনি ভাইদের সম্মতিতেই নমিনি হিসেবে ভাতা তুলছেন। বিভিন্ন সময় ভাই-বোনদের তিনি টাকাও দিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নেয়ার বিষয়টিও তাঁর ভাই-বোনেরা জানেন বলে দাবি করেন।

মুঠোফোনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, মাকরুমার বিরুদ্ধে জালিয়াতির বিষয়ে অভিযোগ পাওয়ার পর ভাতা প্রদান স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে আগামী সপ্তাহে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।