নাগরপুরে উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২ পিএম, রোববার, ১৬ জুন ২০১৯ | ৫৫৪

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। পূর্ণাঙ্গ এ ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এড.মো: আব্দুল লতিফ ।

জানা যায়, পূর্ণাঙ্গ এ কমিটিতে মো. আব্দুছ সালামকে সভাপতি এবং মো. শাহ আলম মিয়াকে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি সোমবার (১৭ জুন) সকালে ঘোষণা করা হয়।

কমিটিতে সহ সভাপতি মো.বাদশা মিয়া, তারিকুল ইসলাম সহ ৭জন ও যুগ্ম সাধারন সম্পাদক খান মোহাম্মদ রিপন, বাদশা মিয়া সহ ২জন করা হয়েছে।

নাগরপুর উপজেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক এড.মো: আব্দুল লতিফ জানান, নাগরপুরে দীর্ঘদিন যাবৎ আহবায়ক কমিটি ছিল। সংগঠনের কাজকে গতিশীল করতে পূর্বের আহবায়ক কমিটি ভেঙ্গে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।