পঞ্চম শ্রেণির ছাত্রীকে
ধর্ষণের দায়ে গুইমারায় এক যুবক আটক


খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের নাবালীকা কোহিনুর আক্তার (১৪) মোঃ কামাল শরীফের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক মোঃ কাউছার মিয়া(১৯)কে আটক করেছে গুইমারা থানা পুলিশ। অপর আসামি মফিজুল ইসলাম পলাতক রয়েছেন বলে গুইমানা থানা পুলিশ জানায় ।
গত ৭ অক্টোবর পশ্চিম বড়পিলাকের একটি পরিত্যক্ত ঘরে নাবালিকা কোহিনুর আক্তার শারমিনকে ধর্ষণকারী আজাদ বিয়ের প্রলোভন দেখিয়ে সারারাত ধর্ষণ করে। পরবর্তীতে ২৭ অক্টোবর আবারও ধর্ষণ করার সময় স্থানীয় লোকজন দেখে শারমিনের পিতা মোঃ কামাল শরিফকে জানায়।
কামাল শরিফ বিষয়টি অবগত হওয়ার পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে জানালে সে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে মামলার মেরিট নষ্ট করার জন্য এক সপ্তাহ কালক্ষেপন করেন।
পরক্ষণে ধর্ষিতার বাবা কামাল শরিফ বাদী হয়ে গুইমারা থানায় বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ১, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর ১/৩০ ধারা মতে গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু মামলাটি আমলে নিয়ে ১নং বিবাদী আজাদকে আটক করেন।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু বলেন, এমন বিষয় আছে যেগুলো থানা অবগত ছাড়া সামাজিক ভাবে নিষ্পত্তি করা আইন অনুযায়ী অপরাধ।
এলাকার মফিজুল ইসলাস সহ দলীও স্থানীয় লোকেরা ধর্ষণের আলামত নষ্ট করার জন্য, বিবাদীকে সহযোগিতা মূলক বিষয়টিকে কালক্ষেপন করেছেন গুইমারা থানাকে না জানিয়ে। এজন্য তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।