মির্জাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১


টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
মির্জাপুর উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকের চাপায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম নূর মুহাম্মদ মৃর্ধা(৫৫), বাড়ি উপজেলার চাকলেশ^র গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল প্রায় ০৯.০০ ঘটিকার দিকে সে রাস্তা পারাপার হওয়ার সময় তাকে একটি ট্রাক ট্রাফিক পুলিশের সিগন্যাল ভঙ্গ করে দ্রুত গতিতে যাওয়ার সময় চাপা দিলে তার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।
পুলিশ সুত্র জানিয়েছেন, ঘাতক গাড়িটিকে জব্দ করা হয়েছে, থানা পুলিশের হেফাজতে রয়েছে গাড়িটি। স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে মৃতের পরিবার বিনা ময়না তদন্তের জন্য আবেদন করলে তা নিশ্চিত করে নিহত ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় বলেও জানায় পুলিশ।
অন্যদিকে শুক্রবার সকাল ০৮টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পৌরসদরের চরপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্টো-ট ১৮-০৬৮৫ ও একটি মোটরসাইকেল ঐ স্থানে পৌছালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী বাবুল মিয়া(৩৫) তার বাড়ি গাবগাছী এলাকায়। আহত আরোহীকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী মহাসড়ক থেকে পার হতে প্রস্তুতি নেয় এমতাবস্থায় অজ্ঞাতনামা একটি বাস পাশে থাকা ট্রাককে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মহাসড়কের পাশে থাকা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটায়। মহাসড়ক থেকে প্রায় ২০ফিট দূর পর্যন্ত গাড়িটি যাওয়ার পর বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেলটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এ বিষয়ে মির্জাপুর থানার এস আই আলমগীর কবির বলেন, দুটি ট্রাককে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন চলছে।