বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০২:০০ এএম, শনিবার, ২৫ মে ২০১৯ | ৪৭৩

বিপুল পরিমাণ ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের সদস্যরা।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতারকৃত লুৎফর রহমান (৩৫) উপজেলার চৌরাশা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে পুলিশের একটি দল ঘাটাইল থানাধীন হামিদপুর বাজারস্থ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।

এসময় তোফাজ্জাল হোসেন এর ভাই ভাই খাবার হোটেলের ভিতর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী লুৎফর রহমানকে আটক করা হয়। পরে তার ডান হাতে থাকা একটি ছোট নীল রংঙ্গের টিস্যু কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত পাঁচ টি বায়ুরোধক নীল রংঙ্গের জিপারয্ক্তু পলিথিনের ভিতর থেকে লালচে রংঙ্গের ১০০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানে অংশ নেন এসআই মোঃ নুরুজ্জামান, এসআই মোঃ রাইজ উদ্দিন, এএসআই সুমন চৌধুরী, এএসআই মোঃ আবু হাশেম, কনস্টেবল ফয়জুর রহমান ও আব্দুর রাজ্জাক।