মির্জাপুরে

৬০ বোতল ফেনসিডিল সহ দুই যুবক গ্রেফতার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৭ পিএম, বুধবার, ১ নভেম্বর ২০১৭ | ৫০২

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ বোতল ফেনসিডির সহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে দেওহাটা পুলিশ ফাড়ির উপপরিদর্শক আলাউদ্দিন গোপন সংকাদের ভিত্তিতে যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে তাদের গ্রেফতার করে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা পুলিশ ফাড়ির সামনে ন্যাশনাল ট্রাভেলসের (ঢাকা মেট্রো- গ-১৪-৭৮৭৪) যাত্রীবাহি বাসে তল্লাসি চালায়।

তল্লাসি চালিয়ে পৃথক দুই সিটের দুই যাত্রীর সাথে থাকা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাদের গ্রেফতার করে। তারা হলেন চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার তেগুরিয়া গ্রামের শাহিন আলী(২৮), নওগা জেলার পতিœতলা উপজেলার জাহাঙ্গিরাপাড়া গ্রামের মাসাদুল হক(২৫)।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।