এফআর টাওয়ারঅবৈধ অনুমোদনে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৩৯ কর্মকর্তা জড়িত: গণপূর্তমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০২ এএম, বুধবার, ২২ মে ২০১৯ | ৪৩৬
বনানীর এফ আর টাওয়ার বেআইনিভাবে নির্মাণ কাজে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৩৯ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। 


তিনি বলেন, ১৮ তলার উপরে উর্ধ্বমুখী ভবনে যে কয়েকটা ফ্লোর করা হয়েছে তা সম্পূর্ণরূপে অবৈধ। আমাদের এই তদন্তে রাজউকের তৎকালীন চেয়ারম্যান থেকে শুরু করে ইনস্পেক্টর পর্যন্ত, এবং রেজিস্ট্রার যারা দেখেছেন, লোন প্রসেসের ভিতর যারা ছিলেন, তাদের সকলকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ঘটনায় জড়িত হিসেবে রিপোর্ট এসেছে। আমরা সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।