মির্জাপুরে

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু শিক্ষার্থী ৮,৫৯৪ জন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৭ পিএম, বুধবার, ১ নভেম্বর ২০১৭ | ৪৭৭

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। ৮,৫৯৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

০১ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ।

মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, উপজেলার মোট ০৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসিতে মোট ০৮,০৮৬জন শিক্ষার্থী ও জেডিসিতে মোট ৫০৮জন শিক্ষার্থী রয়েছে বলেও জানা যায়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন সাংবাদিকদের জানান, কেউ যদি কোনো প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত কোনো মানুষ পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে না বলে জানান তিনি। পরীক্ষার এলাকায় ১৪৪ধারা জারিও করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পরীক্ষার বিষয়ে মির্জাপুর উপজেলার পরীক্ষা কেন্দ্র সচিব ও মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান জানায়, পরীক্ষা বেশ সুষ্ঠুসুন্দরভাবেই অনুষ্ঠিত হচ্ছে।

যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আশা করছি আগামী সকল পরীক্ষাগুলো বেশ ভালোভাবেই সম্পন্ন হবে।