মাভাবিপ্রবিঅফিস এ্যাটেনডেন্ট শাহালমের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, সোমবার, ১৩ মে ২০১৯ | ৭৩২

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের এ্যাটেনডেন্ট মোঃশাহালম হোসেন ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার বিকেলে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহিরাজিউন)।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃআলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। এছাড়া রেজিস্ট্রার, শিক্ষকসমিতি, অফিসার্স এসোসিয়েশনএবং ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির পক্ষ থেকেও শাহালমের মৃত্যূতে শোক প্রকাশ করা হয়।

উল্লেখ্য, মৃত্যুকালেতিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহঅসংখ্য গুণগ্রাহি রেখেজান। তাঁর গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে।