সখীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৯ এএম, রোববার, ১২ মে ২০১৯ | ৪৬৪

টাঙ্গাইলের সখীপুরে দুই কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দাড়িয়াপুর মাজারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল ওই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফুল কবির বলেন-গোপন সংবাদের ভিত্তিতে দুইকেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।