চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ | ৪৭২

পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০শে অক্টোবর সোমবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়ামে সদস্যদের ভোট গ্রহনের মাধ্যমে দ্বি-বার্ষিক (২০১৭-১৯) নির্বাচন সম্পন্ন হয়।

ভোট গ্রহনে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। এ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১ হাজার ২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে ৩০ জন প্রার্থী অংশ গ্রহন করেন। সদস্যদের ভোটে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।

পরিচালক পদে বিশিষ্ট ব্যবাসায়ী মো:আব্দুল হান্নান শেখ ও বিশিষ্ট ব্যবাসায়ী মো: আশরাফুল আলম পাটোয়ারী এর নেতৃত্বে ২ টি প্যানেল হয়ে ভোটে অংশে নেন প্রার্থীরা প্রার্থীরা বিভিন্নি নির্বাচনী ইস্তেহার নিয়ে জেলার ৫ উপজেলায় ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরছেন ব্যবসায়িদের মন জয় করার চেষ্টা করেছেন।

ভোট শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করলে, মো: আব্দুল হান্নান শেখ এর জেলা সমন্বিত ব্যবসায়ি ঐক্যমত পরিষদ প্যানেলে ১০ জন পরিচালক নির্বাচিত হন এবং মো: আশরাফুল আলম পাটোয়ারীর ব্যবাসায়ী ঐক্য পরিষদ প্যানেলে ৫ জন পরিচালক নির্বাচিত হন ।

জেলা সমন্বিত ব্যবসায়ি ঐক্যমত পরিষদ প্যানেলে ১০ জন পরিচালক হলেন:
১। জনাব মোঃআঃ হান্নান শেখ=৬৬১ ভোট ২। মোঃ শরিফ হোসেন=৬০৯ ভোট
৩। মোঃ ইকবাল কায়সার মিন্টু=৫৩০ ভোট
৪। মোঃ মেহেদী হাসান খান বাবলা=৫৪৮ ভোট
৫। মোঃ খাজিম উদ্দীন=৫৩৫ ভোট
৬। মোঃ আঃ সামাদ পুলক=৫৩৯ ভোট
৭। মোঃ মোতালেব হোসেন=৪৬৮ ভোট
৮। মোঃ সহিদুল ইসলাম=৫৪৩ ভোট
৯। হারুন উর-রশিদ সেলিম=৪৬১ ভোট
১০। মোঃ হারুন উর-রশিদ বাবু=৫৬০ ভোট।এবং ব্যবাসায়ী ঐক্য পরিষদ
প্যানেলে ৫ জন পরিচালক হলেন:
১। মোঃ আশরাফুল ইসলাম পাটোয়ারী=৫৬১ ভোট
২। মোঃ কুদরত-ই খুদা মিলন=৫১২ ভোট
৩। মোঃ এ,টি,এন, কামরুজ্জামান শাহানশাহ=৫৪৮ ভোট
৪। মোঃ রেজাউল করিম রেজা=৫১০ ভোট ৫। মোঃ রেজাউল করিম শাহীন=৫৪৫ ভোট।

বিজয়ী পরিচালকগন ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং এ বিষয়ে নব নির্বাচিত বিজয়ী প্যানেলে নেতা বিশিষ্ট ব্যবাসায়ী মো : আব্দুল হান্নান শেখ এর সাথে কথা বললে তিনি জানান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানান।