নাজমুল হুদা নবীনকে সংবর্ধণা দিল গালা ইউনিয়ন

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ১২:০২ পিএম, বুধবার, ১ মে ২০১৯ | ৫৫৬

 টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের খলদবাড়ী গ্রামবাসী পক্ষ থেকে নাজমুল হুদা নবীনকে সংবর্ধণা দেওয়া হয়েছে।

১ মে মঙ্গলবার সন্ধ্যায় খলদবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধণা অনুষ্টিত হয়।

এসময়  সংবর্ধিত অতিথি উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন।

মাসুদুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দোয়েল,বিভাগীয় প্রধান ইব্রাহীম খাঁ কলেজ অনিক রহমান বুলবুল,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের প্রচার বিষায়ক সম্পাদক কাজী শফিকুল মওলা প্রধানশিক্ষক সেলিম হোসেন,আলোকিতপ্রজন্ম.কম ব্যবস্থাপনা সম্পাদক প্রিন্স,১নং ওর্য়াড মেম্বার তম্ময় প্রমুখ।