নাগরপুরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৩ এএম, রোববার, ২৮ এপ্রিল ২০১৯ | ৮৪১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত। ভাদ্রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার সকালে পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খানের সভাপতিত্বে প্রস্তাবিত সম্ভাব্য এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।

ইউপি সচিব মো. মাহাবুবুর রহমান সুজনের পরিচলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিলাস রঞ্জন দাস, মো. শহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসেন মিয়া, মো. আজম খান, মো. এনামুল হক, , মো. বেল্লাল সরদার, মোছাঃ লাবন্য আক্তার প্রমূখ। ১ কোটি ২৮ লক্ষ ৫২ হাজার ৮৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

এ সময় ভাদ্রা ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।