দুই দিনব্যাপী আলোকিত বীরগঞ্জ শিশু ফোরাম আয়োজিত শিশু সাংবাদিকতার প্রশিক্ষন


দিনাজপুরের বীরগঞ্জে আলোকিত বীরগঞ্জ শিশু ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী (২৪-২৫ এপ্রিল) ১০ টায় ইয়াদ মিলনায়াতনে মোঃ নূরনবী ইসলামের সভাপত্বিতে দিনব্যাপী শিশু সাংবাদিকতার প্রশিক্ষনের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষনে শুরুতেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয়। এপির পক্ষে শ্রদ্ধেয় “রাইমন হাসদা” দাদা শিশুদের উদ্দেশ্যে কিছু কথা বলেন যাতে করে শিশুরা যেন প্রশিক্ষনটিতে এসে শিশু সাংবাদিকতা বিষয়ে কিছু হলেও জানতে পারে এবং পরবর্তীতে শিশু সাংবাদিকতা করতে পারে।
উক্ত প্রশিক্ষনে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পরেই প্রশিক্ষনের কার্যক্রম শুরু করা হয় । সভাপতি তার বক্তব্যে বলেন আলোকিত বীরগঞ্জ শিশু ফোরামকে মডেল হিসেবে দেখতে চাইলে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সেই সাথে আরও বলেন আমাদের সকল কার্যক্রম গুলো আরও বিস্তার লাভ করার জন্য আমাদের একটি মাসিক ম্যাগাজিন বের করতে হবে। সেই ম্যাগাজিনে আমাদের সকল কার্যক্রমগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে। তাহলেই আমাদের সকল কার্যক্রমগুলো বিস্তার লাভ করবে এবং সবাই জানতে পারবে যে বীরগঞ্জে শিশু ফোরাম আছে এবং তারা কাজ করে। সভাপতির বক্তব্যের পরেই প্রশিক্ষনের মূল আলোচনা শুরু করা হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত র্ছিলেন মোঃ আব্দুর রাজ্জ্বাক,সম্পাদক (বীরগঞ্জ প্রতিদিন) ও প্রদীপ রায় জিতু, সভাপতি (সি.ফোর.ডি সংগঠন) ।