টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে সেতু নির্মাণ কাজের উদ্বোধন


টাঙ্গাইল সদর উপজেলায় হুগড়া ইউনিয়নে তোফা চেয়ারম্যান এর বাড়ির নিকট খালের উপর ৪০'-০০" সেতু নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
রবিবার ২১ এপ্রিল দুপুরে হুগড়া ইউনিয়নে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাজাহান আনছারী, সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন ও মহিলা ভাইস- চেয়ারম্যান শামিমা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়নে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রমুখ।