নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভবন উদ্বোধন

বাক-শ্রবণ ও অটিষ্টিক-বুদ্ধি প্রতিবন্ধী ১৬৫ জন পেল নতুন ঠিকানা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ এএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৬৪২

নাটোরের বাগাতিপাড়ায় মাছিমপুরে শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি বাক-শ্রবণ ও অটিষ্টিক-বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এ ভবনের উদ্বোধন করেন। জাইকা এবং স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে চার কক্ষ বিশিষ্ট এ বিশেষ স্কুল ভবন নির্মান করা হয়। এর ফলে স্কুলের ১৬৫ জন বাক-শ্রবণ ও অটিষ্টিক-বুদ্ধি প্রতিবন্ধী পেল পড়া-লেখার নতুন ঠিকানা। একই দিনে ওই স্কুলের ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, প্রধান শিক্ষক আকরাম হোসেন, জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও মজিবুর রহমান।

এসময় বিদ্যালয় চত্ত্বরে একটি গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। একই দিনে উপজেলা ভূমি সাবরেজিস্ট্রি অফিসে সেবা গ্রহীতাদের বিশ্রাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক।