দুর্যোগ-দুর্ঘটনা সামাল দিতে সচেতন হতে বললেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ এএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৭৩৮

দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের সচেতনতা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণেই বার বার অগ্নিকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এ কথা বলেন শেখ হাসিনা।

এ সময় দুর্যোগের ঝুঁকি প্রশমন করে ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবিলায় নির্দেশনা প্রচারের তাগিদ দেন সরকার প্রধান।

প্রাকৃতিক দুর্যোগ বন্যা-জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পাশাপাশি সভ্যতার বিকাশজনিত দুর্ঘটনা-দুর্বিপাক কতটা ভয়াবহ আর করুণ হতে পারে- বনানী এবং চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তা দেখেছে দেশের মানুষ। বার বার ঘটা এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের; প্রশ্নের মুখে জীবনের নিরাপত্তা।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন সংশ্লিষ্ট ৪১ সংস্থা ও বিভাগের নীতিনির্ধারকরা।

সভার শুরুতেই দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সচেতনতার ঘাটতি ছিল বলেই, সম্প্রতি বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছে মানুষ।

প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকায় আগুনের যে বড় বড় দুর্ঘটনা ঘটলো, এছাড়া বহুতল ভবনগুলোতে আগুন লাগলো, সেখানে যারা কর্মরত ছিলেন, তাদের মধ্যে সচেতনতা ছিল না। ফায়ার এক্সিট যে আছে, তারাও সেটা জানে না।'

আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায়, সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের ঝুঁকি প্রশমনে মানুষকে সচেতন করে তোলার পরিকল্পনা জরুরি।

এসময় তিনি আরো বলেন, সামনে আসছে দুর্যোগের সময়। এসময় সতর্ক থাকতে হবে। ক্ষতির পরিমাণ কমানোর পরিকল্পনা থাকতে হবে।

বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগ-দুর্ঘটনা দক্ষতার সাথে সামাল দিয়েছে সরকার।