টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ | ৫৬৮

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখিপুর বাসাইল টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের,যুগ্ম-সাধারণ সম্পাদক ওউপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, প্রচার ও প্রকশনা বিষায়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর,সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হর্যরত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় নিভৃত আম্রকাননে শপথ নেয় বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা।

পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, ২১৪ বছর পর তেমনই এক আম্রকাননে লেখা হয়েছিল বাংলার ইতিহাসের এক অনন্য অধ্যায়।

একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনী যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে, মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে কুষ্টিয়ার তৎকালিন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে শপথ নেয় মন্ত্রিসভা।