মধুপুর-ধনবাড়ীতে মাইটিভির জম্মবার্ষিকী পালন


টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার বিকেলে কেক কাটার মধ্যে দিয়ে মাইটিভির ১০ম বর্ষে পর্দার্পন করে।
দৈনিক টাঙ্গাইল সময় পত্রিকার মধুপুর প্রতিনিধি ও মাইটিভির মধুপুর-ধনবাড়ী প্রতিনিধি হাফিজুর রহমান কেক কেটে জম্ম দিনের শুভ সূচনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি, ধ্রুব,আদ্রিতা, সাংবাদিক আব্দুল হামিদ, তারার মেলা কিন্ডার গার্ডেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নূরজাহান লাকী, মেহেদী মাহবুব, আ: ছালাম,জাকির হোসেন, সুলতান মাহমুদ, সাদ্দাম খান সহ অন্যারা।
অপর দিকে, টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ সোমবার বিকেলে রেলী ও জমিদার বাড়ীর দরবার হলে কেক কাটার মধ্যেদিয়ে মাইটিভির ১০ম বর্ষে পর্দার্পন করে। দৈনিক টাঙ্গাইল সময় পত্রিকার মধুপুর প্রতিনিধি ও মাইটিভির মধুপুর-ধনবাড়ী প্রতিনিধি হাফিজুর রহমান কেক কেটে জম্ম দিনের শুভ সূচনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকল, কে টিভি বাংলার ধনবাড়ী প্রতিনিধি সাংবাদিক আবুল হোসেন, এস টিভি বাংলার সাংবাদিক সৈয়দ সাজন আহমেদ রাজু , যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, রব্বানী, প্রদীব,ধনবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাকছুদা , আফরোজা খাতুন রুপা, রোকসানা খাতুন লাকী সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।