আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে হবে- ছানোয়ার হোসেন এমপি


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে হবে।
কৃষকরা যদি সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন করে তাহলে উৎপাদন খরচ অনেক কমে আসবে। উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষি যন্ত্রপাতিতে অর্ধেক ভর্তুকি দিচ্ছে। যেকোন কৃষক অর্ধেক দামে যন্ত্রপাতি কিনে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই সারের দাম অর্ধেক কমিয়েছেন। সে সময় দেশে যে উৎপাদন হত এখন তার চেয়ে অনেক বেশি উৎপাদন হচ্ছে।দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পৃর্ণ।
টাঙ্গাইল সদর উপজেলায় খরিপ ১/২০১৯-২০ মৌসুমী উষশী আউশ ধান চাষে কৃষি প্রমোদনা কর্মসূচীর আওতায় ক্ষৃদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে বীজ ও সার বিতারণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আরিফুর রহমান এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আনসারী প্রমুখ।
প্রায় ৬০০ কৃষকের মাঝে প্রত্যেকে ৫ কেজি বীজ,১৫ কেজি ডিএপি ও ১ কেজি এমপিও সার দেওয়া হয়।