নূসরাত এর হত্যাকারীদের বিচার দাবিতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০ এএম, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ | ৭০৯

ফেনীর সোনাগাজী উপজেলার অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নূসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন ও কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় মালঞ্চি বাজারের তিনমাথা মোড়ে বাগাতিপাড়া ভূমিহীন সমিতি ও নিজেরা করি এনজিও’র যৌথ আয়োজনে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে বক্তারা অবিলম্বে বর্বরোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এতে বক্তব্য দেন নিজের করি’র অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ সেক্রেটারী এসএম সাদেকুর রহমান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক মন্ডলীর সদস্য মশিউর রহমান মানিক, ভূমিহীন সমিতির ফাগুয়াড়দিয়াড় গ্রাম কমিটির সভানেত্রী মীরা বেগম, স্কুল ছাত্রী নূপুর প্রমুখ।