ডেভেলপমেন্ট কাপ ফুটবলের জাতীয় পর্যায়ের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৬ এএম, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ | ৭৯৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর এর আয়োজনে শুরু হলো দেশের আটটি বিভাগীয় অনূর্ধ্ব-১৫ বালকদের নিয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর।

সকালে মোহাম্মদপুরস্থ ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মো: জাফর উদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহা: মোমিনুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ  আসলাম এবং রাকিবুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ঢাকা বিভাগ। ম্যাচের ২০ মিনিটে ফয়সাল হোসেনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে ঢাকা বিভাগ। পেনাল্টি থেকে ম্যাচকে সমতায় ফেরান দলের অধিনায়ক অন্তর। ম্যাচের শেষ দিকে ঢাকা বিভাগের জয়ের নায়ক বদলি খেলোয়াড় ইকবাল খান। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ঢাকা বিভাগ। ম্যাচ সেরা হয়েছেন ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার  মিডফিল্ডার রনি মিয়া।

২০১৩-১৪ অর্থ বছর থেকে এই টুর্নামেন্ট আয়োজন করে ক্রীড়া পরিদপ্তর। সারা দেশের খেলোয়াড়রা জেলা ক্রীড়া অফিসারদের তত্ত্বাবধানে জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নেয়। প্রতিটি জেলা থেকে প্রতিভাবান ৩ থেকে ৬ জন খেলোয়াড় বিভাগীয় বাছাইয়ে অংশ নেয়। এই বছাই থেকে ১৬ জনের দল নিয়ে আয়োজন করা হয় জাতীয় পর্যায়ের খেলা।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম বিভাগ হেরে গেলেও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল ইসলাম, ইমন জ্যোতি চাকমা, আরাফাত হোসেন, মো: জোবাইর ইমন এবং কুলচাং লিয়ন বুম। টুর্নামেন্ট শেষে প্রতিটি দল থেকে প্রতিভাবান ৬ জন খেলোয়াড় সহ মোট ৪৮ জনকে নিয়ে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর। এছাড়া টুর্নামেন্টের সেরা দুই জন খেলোয়াড় ব্রাজিলে প্রশিক্ষণের সুযোগ পাবে। আগামীকাল শুক্রবার গ্রুপ পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সকাল ৯ টায় রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবে ময়মনসিংহ বিভাগ এবং বিকেল ৩.৪৫ মিনিটে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ।