পঞ্চগড়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে নির্বিচারে গাছ কাটার অভিযোগ

আমিরুল ইসলাম, পঞ্চগড়
প্রকাশিত: ০২:৪৭ এএম, রোববার, ৭ এপ্রিল ২০১৯ | ৪৫৯

অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ লাইন সংযোগের ফলে শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজের ১৬ টি মেহগনি গাছ নির্বিচারে কাটা হয়েছে।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সোমবার ( ১ এপ্রিল ) পঞ্চগড় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকো এর বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার ৩ নং সদর ইউনিয়নের বঙ্গমাতা কারিগরি মহিলা কলেজের ১৬ টি মেহগনি গাছ ঐ প্রতিষ্ঠান কতৃপক্ষকে না জানিয়ে রাতের অন্ধকারে গাছের মধ্যাংশে কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ নেসকো লিমিটেড অফিসের লোকজন।

এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের কাছে কলেজ কতৃপক্ষ জানতে চাইলে কোন প্রকার সঠিক উত্তর না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। বিদ্যুৎ বিভাগের অন্যায়মুলক কার্যকলাপে নিরুপায় হয়ে এহেন পরিস্থিতিতে কতৃপক্ষ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করে। এছাড়া নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন স্থানে গাছ বাঁশ দিয়ে যত্রতত্র বিদ্যুৎ লাইন সংযোগ দিয়েছে বিদ্যুৎ বিভাগ নেসকো।

এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিমিটেড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি আমি জানি না তবে বিদ্যুৎ লাইন নিরাপদ রাখা ও জন-নিরাপত্তার জন্যই গাছের ডাল পালা কাটা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান জানান, এ বিষয়ে এখনো কোন আবেদন হাতে পাইনি তবে সে রকম কোন কিছু হলে আমরা বিষয়টি দেখবো।