খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ | ৪৯১

ফেনীর ফতেপুর রেলক্রসিং অতিক্রম করার পর পরই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। শনিবার বিকালে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়।

এতে বিভিন্ন ইউনিটের সাথে ঢাকা মহানগর পূর্বের বিভিন্ন নেতা কর্মী মারাক্তকভাবে আহত হয় এবং তাদের গাড়ি ভাঙ্গচুর করা হয় ঢাকা মহানগর পূর্ব ছাএদল সহ অন্যান্য বেশ কয়েকটি গাড়ি ভংচুর করে এতে মিডিয়া গাড়ি ও বাদ যায়নি।

হামলায় একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ ও বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোর্শেদসহ অন্তত ২০/৩০ জন আহত হয়েছে। এ সময় একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়িসহ অন্তত ১০টি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। বেগম খালেদা জিয়া তাৎক্ষণিক এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মহিপাল বাজার অতিক্রমের পরপরই দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। হামলার সময় অন্যান্য গণমাধ্যমের গাড়িগুলো চলে আসায় তারা সটকে পড়ে।

হামলার ১০ থেকে ১৫ মিনিট পর ফেনী সার্কিট হাউজে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রামমুখী খালেদা জিয়ার বহরে দেড় শতাধিক গাড়ি রয়েছে।

ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক যাত্রা বিরতি করে তিনি চট্টগ্রামে রওনা হবে বলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন। দলের শীর্ষ নেতারাও সেখানে তার সঙ্গে অবস্থান করছেন।