আ’লীগ নেতা আব্দুল মান্নান ও মির্জা মুকুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:০৪ এএম, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | ৬১৮

টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ও উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ এপ্রিল বুধবার বিকালে টাঙ্গাইল শহীদ মিনারে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হোসনে আরা মান্নান,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষায়ক সম্পাদক মির্জা মঈনুল হক লিন্টু, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ, নবনির্বাচিত টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন প্রমুখ।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন তোফাজ্জল হোসেন খান তোফা। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এম.এন ইনচার্জ ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী,বাংলাদেশের আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ২০০৫ সালে ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন।

অপর দিকে বাংলাদেশের আওয়ামীলীগের উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ২০১৬ সালের ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন।