ডেভেলপমেন্ট কাপ ফুটবলের বিভাগীয় বাছাই শুরু

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২ পিএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৪৭৭

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০১৯ এর বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের উদ্বোধন হলো আজ।

সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় বাছাইয়ের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া পদিদপ্তরের পরিচালক মোহা: মোমিনুর রহমান (অতিরিক্ত সচিব)।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মদ, ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক তারিকউজ্জামান এবং নুরুল ইসলাম।

২০১৪ সালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তৃণমূল পর্যায় থেকে ফুটবলার বাছাই করে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন শুরু হয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রতিভাবান ৪০ জন খেলোয়াড় বাছাই করে তাদের উন্নত প্রশিক্ষণের আয়োজন করে ক্রীড়া পরিদপ্তর।

২০১৮ সালে পঞ্চম আসরে এই টুর্নামেন্টের সেরা দুই জন প্রতিভাবান খেলোয়াড় ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। এই আসরেও সুযোগ রয়েছে ব্রাজিলের টিকিট নিশ্চিত করার। ঢাকা বিভাগীয় বাছাইয়ে ১৩ টি জেলা থেকে ৪২ জন খেলোয়াড় অংশ নেয়।

ঢাকা বিভাগীয় বাছাইয়ের প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন বাফুফে ফুটবল কোচ আব্দুর রাজ্জাক। আটটি বিভাগীয় দল নিয়ে আগামী ১১ এপ্রিল ঢাকা শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।