উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন মারুফ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:২৫ এএম, রোববার, ৩১ মার্চ ২০১৯ | ৮৬০

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। 

মাহমুদুল হাসান মারুফ (আনারস) প্রতীকে ২৬,৯৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক (নৌকা) ১৫,৮৫৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের উপজেলার এ ভোট গ্রহন চলে ৩১ মার্চ রবিবার। 

মাহমুদুল হাসান মারুফ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আলোকিতপ্রজন্ম.কম  এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।