নাটোরে ফসলী জমিতে পুকুর খনন করায় তিনজনের জরিমানা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৬ এএম, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ | ৯৯১

নাটোরের বড়াইগ্রামে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় তিনজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আনোয়ার পারভেজ এ অর্থদন্ড করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন ঢাকার বনশ্রী এলাকার মৃত জিয়াউল উল্লাহর ছেলে আবু ইয়াহিয়া, বড়াইগ্রামের নারায়ণপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে মাহফুজুর রহমান ও শিবপুর গ্রামের ওলি হকের ছেলে শাহজাহান আলী। তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, অভিযুক্তরা ফসলী জমিতে নিয়ম বহির্ভূতভাবে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলার গুড়–মশৈল, নারায়নপুর ও শিবপুর এলাকায় অভিযান চালিয়ে পুকুর খননের সময় তাদেরকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে অর্থদন্ড দেয়া হয়।