মির্জাপুরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলণ

মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪ এএম, সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৬৫৪

টাঙ্গাইলের মির্জাপুরে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলণ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার রাত সোয়া সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ ও সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।